Logo
×

Follow Us

বাংলাদেশ

সুপ্রিম কোর্টে ভাঙচুরের অভিযোগে রিমান্ডে ১ আইনজীবী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ২২:৩৫

সুপ্রিম কোর্টে ভাঙচুরের অভিযোগে রিমান্ডে ১ আইনজীবী

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর, মারধরের মামলায়  এক আইনজীবীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ শুনানি শেষে সালাহ উদ্দিন রিগ্যান নামের ওই আইনজীবীকে রিমান্ডের আদেশ দেন বলে পিপি আজাদ রহমান জানান।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই জুলহাস উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান গত বুধবার (১৫ মার্চ) শাহবাগ থানায় এ মামলা করেন।

মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনকে আসামি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫