Logo
×

Follow Us

বাংলাদেশ

দুদকে নতুন মহাপরিচালক নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১৬:৪৫

দুদকে নতুন মহাপরিচালক নিয়োগ

দুদকের নতুন মহাপরিচালক মোকাম্মেল হক। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোকাম্মেল হক।

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের যুগ্মসচিব মোকাম্মেলকে প্রেষণে নিয়োগ দিয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির মহাপরিচালক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশ বলা হয়েছে।

প্রসঙ্গত, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে একজন চেয়ারম্যান, দুইজন কমিশনার, একজন সচিব ও আটজন মহাপরিচালক আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫