Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রথম স্ত্রীর অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ১৫:৪৬

প্রথম স্ত্রীর অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (৭ মার্চ) সকালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে তরিকুলকে ধারালো দা দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করেন স্ত্রী হীরা বেগম। পরে স্থানীয়রা তরিকুলকে উদ্ধার করে প্রথমে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তরিকুল মোংলা পৌরসভার বটতলা মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তরিকুলের দুইজন স্ত্রী রয়েছে। হীরা তার প্রথম স্ত্রী।

মোংলা থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হীরা ধারালো অস্ত্র দিয়ে তরিকুলকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টায় তরিকুল মারা যায়। ঘটনার পর থেকে তরিকুলের স্ত্রী হীরা ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে হীরক পলাতক রয়েছে।

তিনি আরো বলেন, তরিকুলের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। 

তবে হীরাকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫