Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানের কাছে ৫ মিলিয়ন ডলার চেয়েছে হ্যাকাররা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১৭:২০

বিমানের কাছে ৫ মিলিয়ন ডলার চেয়েছে হ্যাকাররা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: ফাইল

হ্যাকিংয়ের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার ফিরিয়ে দিতে ৫ মিলিয়ন ডলার চেয়েছে হ্যাকাররা। এ জন্য বিমানের হাতে সময় রয়েছে মাত্র ৪ দিন। 

এদিকে দাবি না মানলে প্রায় ১০০ গিগাবাইট তথ্য উন্মুক্ত করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। যার মধ্যে যাত্রীদের পাসপোর্টের বৃত্তান্ত, কর্মী ও অন্যান্য উড়োজাহাজ সংস্থার তথ্য। এ ছাড়াও, ফ্লাইট, মালামাল ও সব ফ্লাইটের ক্রুদের বিষয়েও তথ্য রয়েছে হ্যাকারদের হাতে।

জানা যায়, হ্যাকারদের ব্যবহৃত র‍্যানসামওয়্যারকে চিহ্নিত করার জন্য আইটি বিশেষজ্ঞরা যেসব বৈশিষ্ট্যের দিকে নজর রাখছেন, তা ক্রমাগত পরিবর্তন হতে থাকায় একে আলাদা করা বা এর জন্য দায়ীদের পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও জানা যায়, সাইবার হামলাকারীরা বিমানের মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক উপকরণ ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এ সফটওয়্যারগুলো অন্যান্য ব্যবস্থার সঙ্গে সংযুক্ত, যেমন পরিকল্পনা, অর্থায়ন ও ইনভেন্টরি।

এর আগে, ২০২২ সালে বিমান আরও একবার ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫