Logo
×

Follow Us

বাংলাদেশ

নৌবাহিনীর ৭ জাহাজ ঘুরে দেখার সুযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১৯:০৯

নৌবাহিনীর ৭ জাহাজ ঘুরে দেখার সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। ছবি: ফাইল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী রবিবার (২৬ মার্চ) সারা দেশে ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর।

আজ শুক্রবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী রবিবার ঢাকা সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে অদম্য, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫