
গণহত্যা স্মরণে এক মিনিটের জন্য অন্ধকারে রাজধানী। ছবি: সংগৃহীত
একাত্তরের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে সারাদেশে বন্ধ ছিল সব আলো।
আজ শনিবার (২৫ মার্চ) সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এর মধ্যদিয়ে দেশবাসী স্মরণ করলো একাত্তরের এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ কালরাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
এই আয়োজনের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী প্রজন্মকে সেদিনের ভয়াবহতা জানাতে হবে। আলো জ্বেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কালরাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কী ভীষণ বিভীষিকার ছিল সেদিন।