Logo
×

Follow Us

বাংলাদেশ

৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালেই ‘প্রাইভেট প্র্যাকটিস’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১৫:২৫

৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালেই ‘প্রাইভেট প্র্যাকটিস’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

পাইলট প্রকল্প হিসেবে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস বা প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

প্রথমে ১০টি জেলা হাসপাতালে এবং ২০টি উপজেলা হাসপাতালে শুরু হবে প্র্যাকটিস। সপ্তাহে দুইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্র্যাকটিসের জন্য চিকিৎসকরা ফি পাবেন। অধ্যাপক নেবেন ৪০০ টাকা আর সহযোগী চিকিৎসকরা পাবেন ৩০০ টাকা করে। সেই সাথে জুনিয়র চিকিৎসকগণ পাবেন ২০০ টাকা এবং এমবিবিএসরা পাবেন ১৫০ টাকা।

জাহিদ মালেক বলেন, প্র্যাকটিসের সময় ছোট আকারের অপারেশনের ব্যবস্থা থাকবে। সব ধরনের টেস্টের ব্যবস্থাও করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এসময় রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগেই সারাদেশের সব হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫