Logo
×

Follow Us

বাংলাদেশ

সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু, তালিকা প্রকাশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১৬:২৭

 সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু, তালিকা প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক স্বাস্থ্য সেবা। এতে করে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফির বিমিনয়ে হাসপাতালের চেম্বারে বসেই রোগী দেখতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগের ১০ জেলা, চট্টগ্রাম বিভাগের ১০ জেলা, ময়মনসিংহ বিভাগের ৫ জেলা, খুলনা বিভাগের ৫ জেলা, রাজশাহী বিভাগের ৫ জেলা, রংপুর বিভাগের ৬ জেলা, বরিশাল বিভাগের ৪ জেলা এবং সিলেট বরিশাল বিভাগের ৬ জেলায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হচ্ছে।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে বসেই রোগী দেখবেন চিকিৎসকরা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম প্রমুখ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫