Logo
×

Follow Us

বাংলাদেশ

ডিবি পরিচয় দেয়া শাহীনকে ধরলো র‌্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৯:৩৩

ডিবি পরিচয় দেয়া শাহীনকে ধরলো র‌্যাব

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার শাহীন হাওলাদারের (৩৮)। ছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহীন হাওলাদার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার করা শাহিন হাওলাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে কেরানীগঞ্জসহ রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করত। 

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আসলে সে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য নয়। অথচ ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল। 

প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে শাহীন হাওলাদারের (৩৮) বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫