Logo
×

Follow Us

বাংলাদেশ

রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলায় রাশিয়ার জাহাজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ২২:১৯

রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলায় রাশিয়ার জাহাজ

রাশিয়ার ‘ড্রাগনবল’ জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে এবার সরাসরি মোংলা বন্দরে আসলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল। গত মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাত দেড়টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ার ‘ড্রাগনবল’ জাহাজটি। 

জাহাজটিতে ২ হাজার ১৬ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রূপপুরের পণ্য নিয়ে জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

২ হাজার ৯২ প্যাকেজের ২ হাজার ১৬ মেট্রিক টন মেশিনারি পণ্য বুধবার সকাল থেকেই খালাস চলছে। আগামী ৫-৬ দিনের মধ্যে জাহাজের সম্পূর্ণ পণ্য খালাস হবে। এরপর এগুলো সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে গত ৭ মার্চ রাশিয়া থেকে এসেছে ৫২৫ প্যাকেজের ১ হাজার ২০০ মেট্রিক টন মেশিনারি পণ্য। তবে সে পণ্য এ বন্দরে এসেছিল ভারত ট্রানজিট হয়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫