আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ‘মূল সমন্বয়ক’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ২২:৩৬

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনার ‘মূল সমন্বয়ক’ শিখা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ শুক্রবার (৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, গত বছর ২০ নভেম্বর দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এ জঙ্গিদের খোঁজে সারা দেশে তখন রেড এলার্ট জারি করা হয়।