Logo
×

Follow Us

বাংলাদেশ

এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৯:১৫

এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

আগুন নেভার পর বিধ্বস্ত বরিশাল প্লাজা। ছবি: সংগৃহীত

বঙ্গবাজারের আগুনের শোক কাটিয়ে না উঠতেই এবার একই এলাকায় বরিশাল প্লাজায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর শোনার ১০টি তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত মঙ্গলবার (৬ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫