Logo
×

Follow Us

বাংলাদেশ

ক্ষুধা ও দারিদ্র্যতার কারণে ঘরছাড়া প্রায় ৩৮ শতাংশ পথশিশু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ২০:১৩

ক্ষুধা ও দারিদ্র্যতার কারণে ঘরছাড়া প্রায় ৩৮ শতাংশ পথশিশু

প্রতীকী ছবি

ক্ষুধা ও দারিদ্র্যতার কারণে ঘর ছেড়েছে দেশের মোট পথশিশুদের মধ্যে ৩৭ দশমিক ৮ শতাংশ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

আজ সোমবার (১০ এপ্রিল) পথশিশু জরিপ ২০২২ এর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জরিপের ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। জরিপে বলা হয়, ১৫ দশমিক ৪ শতাংশ পথশিশু বাবা মায়ের আবাসন পরিবর্তনের কারণে ঘর ছেড়েছে।

সাত হাজার দুইশ পথশিশুর ওপর করা এই জরিপে দেখা যায়, কাজ খুঁজতে গিয়ে ১২ দশমিক ১ শতাংশ পথশিশু ঘর ছেড়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকহীন পথশিশু ৫ শতাংশ। যেখানে বাড়ি ছেড়ে পালিয়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫