Logo
×

Follow Us

বাংলাদেশ

সেই খুকি আর নেই

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১৬:২৩

সেই খুকি আর নেই

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। ছবি: সংগৃহীত

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি আর নেই। বার্ধক্যজনিত কারণে ৬৩ বছর বয়সে জয়িতা পুরস্কার প্রাপ্ত এই নারী মারা যান।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার মাদার তেরেসা হোমসে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুকির ভাগ্নে শামসুর রহমান রুমি।

তিনি জানান, খুকি ডায়াবেকটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। বিকেলে নগরীর গৌরহাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, খুকি ৩০ বছরেরও বেশি সময় সংবাদপত্র বিক্রি করেছেন। তিনি শিরোইল এলাকায় নিজ বাড়ির কাছে এজেন্টদের কাছ থেকে খবরের কাগজ সংগ্রহ করে শহরের রাস্তায় পায়ে হেঁটে বিক্রি করতেন। 

পত্রিকা বিক্রির টাকা তিনি নানা সামাজিক কাজে ব্যয় করতেন। তার একটি ভিডিও ভাইরাল হলে প্রধানমন্ত্রীর তার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু খুকি পত্রিকা বিক্রির পেশা ছাড়তে পারেননি।

গত বছরের ডিসেম্বরে রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন খুকি। রাস্তা থেকে এক পুলিশ কনস্টেবল তাকে হাসপাতালে নিয়ে যান। গত ফেব্রুয়ারি থেকে তিনি মাদার তেরেসা হোমে ছিলেন।

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। ছবি: সংগৃহীত

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫