Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১৫:৪৭

বাংলাদেশে মানুষের গড় আয়ু কমেছে

প্রতীকী ছবি।

দেশের মানুষের গড় আয়ু ৫ মাস কমেছে। আগে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর ৮ মাস। সেখানে এখন কমে দাঁড়িয়েছে ৭২ বছর ৩ মাস। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৪ শতাংশ।

আজ সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপে এ তথ্য জানায়।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশের পুরুষের থেকে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস এবং নারীর গড় আয়ু ৭৪ বছর ১ মাস।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫