Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদ আনন্দে নতুন মাত্রা মেট্রোরেলে ভ্রমণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ২১:২২

ঈদ আনন্দে নতুন মাত্রা মেট্রোরেলে ভ্রমণ

পল্লবী স্টেশনে মেট্রোরেলে উঠতে দেখা গেছে মানুষের দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত

সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদটা রাজধানীবাসীর জন্য একটু অন্যরকম। এবারই প্রথম ঈদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আনন্দে যোগ হয়েছে মেট্রোরেল। পরিবার, প্রিয়জনদের নিয়ে হাতিরঝিল, চিড়িয়াখানার মতো রাজধানীবাসীর মধ্যে মেট্রো রেল ভ্রমণেও উন্মাদনা দেখা গেছে।

আজ শনিবার (২২ এপ্রিল) আগারগাঁও, মিরপুর ১০, পল্লবী স্টেশনে মেট্রোরেলে উঠতে দেখা গেছে মানুষের দীর্ঘ সারি। তাই অন্য বছরগুলোর চেয়ে এবারের ঈদ একটু হলেও আলাদা। মেট্রোরেল চলেছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উৎসাহী যাত্রীরা। ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করেছে।

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক অফিস আদেশে ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করে দেয় মেট্রোরেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

অফিস আদেশে বলা হয়, আগামী ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে।

ঈদুল ফিতরের পরদিন আবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ব্যতীত মেট্রো রেল চলাচল করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫