Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনার ওষুধ বিক্রি, কারাগারে ২

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ২২:১৩

করোনার ওষুধ বিক্রি, কারাগারে ২

নেত্রকোনার কেন্দুয়ায় করোনাভাইরাসের ভুয়া প্রতিষেধক বিক্রির সময় দুই যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের রুবেল (২৭) এবং কথিত চিকিৎসক একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাশেদুল ইসলাম (৩৫)।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, দুই যুবক কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করছিলেন। বৃহস্পতিবার বিকেল থেকে গন্ডা এলাকার পাহারপুর ঈদগাহ মাঠে রুবেল ও কথিত ডাক্তার রাশেদুল ইসলাম প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছিলেন। এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম আটকদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে দুই বছরের কারাদণ্ড দেন।

তিনি আরো জানান, ঘটনার হোতা রুবেলকে সশ্রম ও অপর জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে তাদের কোনো জরিমানা করা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫