Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে যুবকের রহস্যজনকভাবে ঘোরাঘুরি, অতঃপর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ২৩:১৭

বিমানবন্দরে যুবকের রহস্যজনকভাবে ঘোরাঘুরি, অতঃপর

গ্রেপ্তার মো. রুস্তম আলী (৩৮)। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যজনকভাবে ঘোরাঘুরির সময় এক ব্যক্তিকে আটক করে তার কাছে থেকে এক কেজি স্বর্ণ জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রুস্তম আলী (৩৮)। আজ শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার ও ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৫১ গ্রাম। 

জব্দ করা স্বর্ণের বার ও অলংকার। ছবি: সংগৃহীত

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন রুস্তম আলী।

পরে এপিবিএনের গোয়েন্দা দল সাদা পোশাকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপ্রাসঙ্গিক উত্তর দেয়। পরে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তার সঙ্গে থাকা স্বর্ণের কথা স্বীকার করে। 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে রুস্তম নিজ হাতে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার বের করে দেন। এ সময় তিনি এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫