Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় ফিরেছেন প্রায় ৯৫ লাখ সিমধারী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ২১:৫০

ঢাকায় ফিরেছেন প্রায় ৯৫ লাখ সিমধারী

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছবি: সাম্প্রতিক দেশকাল।

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী। গত ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত ১১ দিনে এই হিসেব পাওয়া গেছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, এবার ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ জন সিমকার্ডধারী। এর মধ্যে ঢাাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ জন সিমকার্ডধারী।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিমধারী।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন গ্রামীণফোনের ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ এবং টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫