৩ মে সুদান থেকে বাংলাদেশিদের ফেরত আনা শুরু হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১৯:২৫

দেশে ফিরতে এরই মধ্যে সাতশ’ বাংলাদেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ছবি: সুদান বিমানবন্দর
আগামী ৩ মে সুদান থেকে বাংলাদেশিদের ফেরত আনা শুরু হবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি জানিয়েছেন, একাধিক রুট দিয়ে তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এরই মধ্যে সাতশ’ বাংলাদেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। যারা এখন রেজিস্ট্রেশন করেনি তাদের দ্রুত যোগাযোগের আহ্বান করা হয়েছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যারা পার্শ্ববর্তী দেশের কোম্পানিতে চাকরিরত তাদের বেশিরভাগই সৌদি আরব এসে পৌঁছেছেন। আবুধাবিতেও একজন এসে পৌঁছেছেন। তিনজনকে সোমবার দেশে আনা হবে। সুদান থেকে বের হয়েছেন এখন পর্যন্ত ৩৫ জন।
শাহরিয়ার আলম বলেন, সৌদি আরব ও ইন্দোনেশিয়া সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করছে।