Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব, চলে গেলেন বিক্ষোভকারীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১৭:৩২

প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব, চলে গেলেন বিক্ষোভকারীরা

ওয়াশিংটনে রিটজ কার্লটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান যখন চলছে, তখন বাইরে বিক্ষোভ করছিলো বিএনপি-জামায়াত সমর্থকরা।

গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) রিটজ কার্লটন হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় বাইরে বিক্ষোভরত বিএনপি-জামায়াত সমর্থকদের আলোচনার জন্য আহ্বান জানান। কিন্তু তারা ভেতরে না এসে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এক সংবাদ সংম্মেলনে বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় প্রধানমন্ত্রী হোটেলের বাইরে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টির মধ্যে বিএনপি-জামায়াতের একটি গ্রুপকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখতে পেয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তারা যা বলতে চায়, এখানে এসে তাদের তা বলতে দাও।’

বিক্ষোভকারীদের হোটেলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর পিএস-২ এবং সেখানকার বাংলাদেশ মিশনের আরও একজন কর্মকর্তা তাদের হোটেলে আমন্ত্রণ জানাতে যান। তবে তারা আলোচনায় অংশ না নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

প্রসঙ্গত, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫