পুরান ঢাকার কেমিক্যাল গুদাম নেয়া হচ্ছে টঙ্গীর কাঁঠালদিয়ায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১৮:৩২

পুরান ঢাকার কেমিক্যাল গুদামগুলো সরিয়ে টঙ্গীর কাঁঠালদিয়া মৌজায় নেয়া হচ্ছে। আর টঙ্গীর অস্থায়ী কেমিক্যাল গোডাউন ঝুঁকিমুক্ত ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, স্থানীয় ঘনবসতি বিবেচনা করে এই আধুনিক কেমিক্যাল গোডাউনে নিরাপত্তার সকল ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীর কাঠালদিয়ায় আজ শনিবার (১৪ মার্চ) নতুন অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শিল্পসচিব মোহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কারণে কেউ ক্ষতিগ্রস্থ বা গৃহহীন হবেন না বলে আশ্বস্ত করে শিল্পমন্ত্রী বলেন, টঙ্গীসহ দেশের যেখানে সুযোগ রয়েছে, সেখানে নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। সেই সাথে শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
তিনি বলেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর স্থায়ী সমাধানের জন্য মুন্সিগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
তিনি আরো বলেন, এ শিল্প নগরী স্থাপন হলে স্থায়ীভাবে কেমিক্যাল ব্যবসায়ীদের স্থায়ীভাবে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে। তখন কাঁঠালদিয়ার এই অস্থায়ী গুদাম ও স্থাপনা বিএসইসির অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড ব্যবহার করবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পুরান ঢাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে নির্মাণাধীন পরিবেশবান্ধব কেমিক্যাল গোডাউনটি ডিসেম্বর ২০২০-এর মধ্যেই নির্মাণ করা হবে।
গোডাউনে দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, অগ্নিনির্বাপন সুবিধাসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী এসময় রাসায়নিক পদার্থসমূহের নিরাপত্তায় লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে তৎপর থাকার আহ্বান জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রাসায়নিক পদার্থের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
সভাপতির বক্তৃতায় শিল্প সচিব বলেন, পুরাতন ঢাকার রাসায়নিক গোডাউনসমূহ নিরাপদ স্থানে স্থানান্তরের লক্ষে স্বল্পমেয়াদী উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকার শ্যামপুরে নতুন গোডাউনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ টঙ্গীর কাঠালদিয়ায় দ্বিতীয় স্থানে গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। স্থায়ীভাবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল গোডাউনসমূহ স্থানান্তরের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে শিল্পসচিব উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রইছ উদ্দিন জানান, ৬ একর জমির ওপর প্রায় ৯১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে টঙ্গীতে অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৫৩টি অস্থায়ী গুদাম, ১ লাখ গ্যালন ধারণক্ষমতা সম্পন্ন ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, ফায়ার হাইড্রেন্ট, সংযোগ সড়ক, আরসিসি ড্রেন ও নিরাপত্তা চৌকি নির্মাণ করা হবে।
শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প পরিচালক এসময় উপস্থিত ছিলেন।