
লাশ উদ্ধার। ছবি: প্রতীকী
রাজধানীর খিলক্ষেত এলাকায় ডোবা থেকে একরামউল্লাহ (২৩) নামে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তেজগাঁও কলেজের অ্যাকাউন্টিং বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো।
আজ শনিবার (৬ মে) বিকেলে খিলক্ষেত থানাধীন নূরপাড়ায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, নিহত শিক্ষার্থীর বাসা ডুমনিতে। গতকাল রাত সোয়া ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।
ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।