Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা সন্দেহে বাগেরহাটে ভারতফেরত বৃদ্ধ আইসোলেশনে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৬:২০

করোনা সন্দেহে বাগেরহাটে ভারতফেরত বৃদ্ধ আইসোলেশনে

ছবি: বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাটের শরণখোলায় ভারতফেরত আব্দুল আউয়াল হাওলাদার (৬৪) নামের এক বৃদ্ধকে আইসোলেশনে রাখা হয়েছে। 

আজ রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি জ্বর, সর্দি ও কাশি নিয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে আইসোলেশন ইউনিটে নেয় কর্তৃপক্ষ। 

এর আগে ১১ মার্চ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে শরণখোলায় নিজ বাড়িতে আসেন তিনি।

আব্দুল আউয়াল উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল রশীদ হাওলাদারের ছেলে। তিনি দুই মাস আগে ভারতের কেরালা রাজ্যের এন্নাকলম এলাকায় ছেলেদের কাছে বেড়াতে গিয়েছিলেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে আসা এক বৃদ্ধ জ্বর, সর্দি ও কাসি নিয়ে হাসপাতালে আসেন। আমরা তাকে পরীক্ষা নিরিক্ষা করে আইসোলেশন ইউনিটে রেখেছি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা সাধারণ সর্দি-কাশিও হতে পারে। অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদারকে (৩২) নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৩ মার্চ রাতে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে মোরেলগঞ্জ নিজ বাড়িতে আসেন তিনি।

পরে স্থানীয়দের চাপে মহারাজকে হাসপাতালে পাঠান ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। হাসাপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫