Logo
×

Follow Us

বাংলাদেশ

অবশেষে ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ২১:২৩

অবশেষে ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি

বৃষ্টি। ছবি: প্রতীকী

ঘূর্ণিঝড় ‘মোখা’র সময় সারাদেশে কম বেশি বৃষ্টিপাত হলেও, ঢাকা ছিলো ব্যতিক্রম। সেসময় আবহাওয়া বিভাগ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিলা, কিন্তু তখন থেকেই রাজধানীতে বইছে তাপপ্রবাহ। 

অবশেষে আজ মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বৃষ্টিতে ভিজলো ঢাকার রাস্তা। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির পরিমাণ ছিলো খুবই কম। তবুও জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরলো। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝড়ো হাওয়াসহ তেজগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, পল্টন, গুলিস্তান, গেন্ডারিয়া ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে।

জানা যায়, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি এবং কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। তবে এর পরিমাণ ছিল সামান্য। রাত সাড়ে আটটার দিকেও মোহাম্মদপুর, কারওয়ানবাজার, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।

এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা। রাজধানীর বিভিন্ন এলাকায়। সন্ধ্যার দিকে শুরু হয় বাতাস। পৌনে সাতটার দিকে ঝড়ো হাওয়া বইতে থাকে। পরে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, নওগা, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬টা ৩৫ মিনিটে ও সূর্যাদয় ভোর ০৫ টা ১৫ মিনিটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫