Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ আটক ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ২১:২৫

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ আটক ২

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ১ কোটি ১০ লাখ টাকার সোনাসহ আটক করেছে বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকরা হলেন দুবাই ফেরত যাত্রী সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকার (২৯)। ওই দুজন ঢাকা জেলার বাসিন্দা।

আজ রবিবার (২১ মে) বিকেলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮২ ফ্লাইটে যাত্রীরা দুপুর ১২টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকার লাগেজ সংগ্রহকালে ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করেন। এরপর বিমানবন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় গোয়েন্দারা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন।

জিয়াউল হক আরও জানান, সাদ্দাম হোসেন ও নিজাম খন্দকারের কাছে রাখা সোনা উদ্ধার করা হয়। সোনার বারের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার প্লেটও উদ্ধার করা হয়। সাদ্দাম হোসেনের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজাম খন্দকারের কাছ থেকে ৬৯১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সোনার ওজন ১ কেজি ১১১ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫