Logo
×

Follow Us

বাংলাদেশ

চাকরির মেয়াদ আরও এক বছর বাড়লো র‌্যাব ডিজির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৮:৩৬

চাকরির মেয়াদ আরও এক বছর বাড়লো র‌্যাব ডিজির

এম খুরশীদ হোসেন। ছবি: সংগৃহীত

চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের।

রাষ্ট্রপতির আদেশে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদী স্থগিতের শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে খুরশীদ হোসেনকে র‌্যাবের ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এম খুরশীদ হোসেনকে র‍্যাবের ডিজি হিসেবে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি ওই পদে দায়িত্বগ্রহণ করেন।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫