Logo
×

Follow Us

বাংলাদেশ

পাঁচ সিটিতে ভোট বিরোধ নিষ্পত্তিতে ট্রাইবুনাল ও আপিল ট্রাইবুনাল গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:৫৪

পাঁচ সিটিতে ভোট বিরোধ নিষ্পত্তিতে ট্রাইবুনাল ও আপিল ট্রাইবুনাল গঠন

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট বিরোধ সংক্রান্ত নিষ্পত্তি ইস্যুতে একটি ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ ও একটি ‘নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজের অধীনে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়াও গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনাল তা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। তবে ট্রাইব্যুনালের রায় সন্তোষজনক না হলে আপিল ট্রাইব্যুনালে ফের আপিল করা যাবে। তবে এই ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করারও বিধান রয়েছে। আর সেই আপিল দায়েরের ১৮০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

এর আগে, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫