বয়স্কদের ২ হাজার টাকা কর অব্যাহতির অনুরোধ কাজী নাবিলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১৪:৪৫

কাজী নাবিল আহমেদ। ছবি: সংগৃহীত
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে রিটার্ন জমা দিতে ন্যূনতম ২০০০ টাকা কর প্রদানের বিষয়টি ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অব্যাহতি দেওয়ার জন্য বিবেচনা করা যায় কিনা সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
গতকাল সোমবার (৫ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি।
এছাড়াও গত ১ জুন সংসদে পেশকৃত বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজনের প্রস্তাব করলে কলমের দাম বেড়ে যাবে, তাই এটির ওপর থেকেও প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানান নাবিল আহমেদ।
কাজী নাবিল বলেন, বিশ্বের তুলনায় আমাদের ট্যাক্স টু জিডিপি এখনও কম। আমাদের এটি ৯ শতাংশ, পার্শ্ববর্তী অনেক দেশে সেটা ১৭ থেকে ২০ শতাংশ রয়েছে। এজন্য আমাদের করজালকে আরও বিস্তৃতির চেষ্টা করতে হবে।
এসময় তিনি প্রয়োজনে 'কর শুমারি'র প্রস্তাবও দেন।