Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১৭:২৫

  সুনামগঞ্জে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ

সুনামগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ওয়াজ মাহফিল, বিয়েসহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভা শেষে সকল প্রকার সামাজিক সমাবেশে নিষেধাজ্ঞা দেন।

এছাড়াও বিদেশ ফেরত ২ হাজার ২৮৮ জনকে খোঁজছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বিদেশ থেকে আগতদের সংশ্লিষ্ট উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়।

সকল সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল যোগাযোগ নাম্বার ওয়েব পোর্টালে অথবা ৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, করোনাভাইরাসে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে সুনামগঞ্জের সব পর্যটন স্পটে ইতিমধ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ধর্মীয় সমাবেশসহ কোনো সভা-সমাবেশ অনুমতি ছাড়া করা যাবে না।

তিনি আরো তিনি জানান, গত ১৫ দিনে সুনামগঞ্জ জেলায় ২২৮৮জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান, পর্যটকদের থাকা ও অবস্থান নিরুৎসাহিত করতে তাহিরপুর উপজেলা সদর, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে আবাসিক হোটেল মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।









Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫