Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:২৬

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে স্থানীয় সময় সকাল ৯টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোনো বিরতি ছাড়াই তা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইভিএম ব্যবহার করছে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম শাহতাব উদ্দিন জানান, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫