Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে বিউটি পার্লার খুললে জরিমানা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৩:২৫

যশোরে বিউটি পার্লার খুললে জরিমানা

ছবি: যশোর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যশোরে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব বিউটি পার্লার বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এ সময়ের মধ্যে যশোরে কোনো বিউটি পার্লার খোলা হলে জরিমানা দিতে হবে। তাই পার্লার না খোলার অনুরোধ জানিয়েছেন যশোর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

আজ শনিবার (২১ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর জেলা বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফা শওকত রুপা এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, যশোরে অ্যাসোসিয়েশনের অধীনে ৩৮টি ও বাইরে ৩০টি বিউটি পার্লার রয়েছে। করোনাভাইরাসের কারণে সকল অনুষ্ঠান, জনসমগম, সমাবেশ বন্ধ করায় সরকারের নির্দেশনা অনুযায়ী যশোরের সকল বিউটি পার্লার বন্ধ ঘোষণা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫