ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:২১

প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা ও ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেটেরি অর্পো। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেটেরি অর্পোকে অভিনন্দন জানিয়েছেন।
এক চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করেছে এবং দুই সরকারকে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহায়ক ভূমিকা পালনে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতার বন্ধন আগামী দিনগুলোতে আরও গভীর ও সুসংহত হবে।’
তিনি দু'দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করতে পেটেরি অর্পোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।
শেখ হাসিনা ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং ফিনল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।