Logo
×

Follow Us

বাংলাদেশ

শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকার গরুর হাট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১০:০৪

শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকার গরুর হাট

রাজধানীর কমলাপুর পশুর হাটে গরু দেখছেন এক নারী ক্রেতা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: স্টার মেইল

শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকার কোরবানির পশুর হাটগুলো। হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

আজ বুধবার (২৮ জুন) পুরান ঢাকার গরুর হাটগুলোতে কম বেশি দামের তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার ধোলাইখাল ও পোস্তগোলা শশ্মানঘাটের গরুর হাটে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার বাসিন্দারা। সকাল থেকেই জমে ওঠে হাটগুলো। রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে মুরগীটোলা পর্যন্ত ক্রেতাদের পুরোদস্তুরে আনাগোনা ছিল। অনেকেই গরু কিনে গরুর গলায় মালা পরিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকে কেনা শেষে হাছিল দেওয়া নিয়ে ব্যস্ত।

পুরান ঢাকার বাসিন্দা মোহাম্মদ কামাল শেখ বলেন, আমি দুটো গরু কোরবানি দেই। গতকাল রাতে তিন লাখ ৫ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি‌। আজকেও একটা কিনতে এসেছি‌। হাটের অবস্থা জানি না। আমরা প্রতি বছর মহল্লার যারা কোরবানি দেই তারা সবাই অলরেডি গরু কিনে ফেলছে। বাকিরাও আজ কিনে নেবে। আগে গরু নিয়ে রাখার বেশ সমস্যা হয়। এজন্য সবসময় শেষ মুহূর্তে হাট থেকে গরু কিনি।

মূসা ব্যাপারী নামের আরেকজন বিক্রেতা বলেন, আমরা হাটে মোট ১৮টি গরু এনেছি। ইতিমধ্যে চারটি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজ রাত পর্যন্ত আরো দু’-একটা বিক্রি করতে পারবো। তাতেই চলবে। সবকিছু বাদ দিয়ে মোটামুটি একটা কিছু থাকবে।

এদিকে বৃষ্টিতে কাকভেজা হয়ে গরু নিয়ে বেশ বিপাকে আছেন বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা। খালেক নামের একজন বিক্রেতা বলেন, আমি দুটো গরু এনেছি হাটে। গরু দুটো আমার অতি আদর যত্নে লালন পালন করা। হাটে যারা গরু নিয়ে এসেছে তারা তো অনেক বড় বড় ব্যাপারী। তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারি না। আজ চার দিন হাটে বসে আছি। এখনো বিক্রি করতে পারিনি। এদিকে একটু পর পর বৃষ্টিতে নিজেও ভিজে যায় গরুও ভিজে যায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫