Logo
×

Follow Us

বাংলাদেশ

১ জুলাই ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১১:৫৮

১ জুলাই ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

আমিনা মোহাম্মেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মেদ। দুই দিনের সফরে তিনি ১ জুলাই ঢাকা আসবেন। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের দুই জন আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা ঘুরে গেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার (২৭ জুন) বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এ ধরনের সফরের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে আমিনা মোহাম্মেদের। এ ছাড়া মোংলা অঞ্চলে পানি বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার। ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ নিয়েও একটি বক্তৃতা দেবেন তিনি বলে জানান ওই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫