সংলাপে মার্কিন প্রতিনিধিদের ভুল ধারণা দূর হবে: মোমেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১৯:৫১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদল ঢাকায় আসছেন, সংলাপের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে তাদের ভুল ধারণা দূর হবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আলাপকে স্বাগত জানায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে যে উচ্চপদস্থ কূটনীতিকরা বাংলাদেশে আসছেন, তাদের সাথে সংলাপে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা দূর হবে।
তবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের কয়েকজন সদস্যের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠবে কিনা তা ওই দেশটির বিষয় বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুরোটাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বদিচ্ছার উপর নিভর করে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটির আগামী সপ্তাহে ঢাকা সফরের কথা রয়েছে।
প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনীতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন।
সফরকারীরা রাজনৈতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছিল। যেই প্রচেষ্টা এখনো চলছে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয় বলেও জানান তিনি।