Logo
×

Follow Us

বাংলাদেশ

সংসদে কৃষিমন্ত্রী

কৃষি উপকরণ কার্ডধারীর সংখ্যা ২ কোটি ৬ লাখ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ২১:২৪

কৃষি উপকরণ কার্ডধারীর সংখ্যা ২ কোটি ৬ লাখ

জমিতে ধানের চারা লাগাচ্ছেন কৃষকরা। ছবি: সংগৃহীত

প্রণোদনা, পুনর্বাসন, আর্থিক সুবিধা ও কৃষিঋণ প্রাপ্তির জন্য কৃষকদের নিবন্ধন করে ‘কৃষি উপকরণ কার্ড’ প্রদান করা হয়। সারাদেশে এ কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮শ ৬৯ জন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সংসদ অধিবেশনে জামালপুর-৫ আসনের  সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে,  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বোরো মৌসুমে সেচ বাবদ কৃষি খাতে ভর্তুকি (২০ শতাংশ রিবেট) প্রদান করা হয়। 

২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বোরো মৌসুমে কৃষি খাতে সেচ বাবদ এক হাজার ১৩২ কোটি ৭০ লাখ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫