Logo
×

Follow Us

বাংলাদেশ

বিভাগীয় কমিশনারসহ ৫ ডিসিকে মন্ত্রণালয়ে প্রত্যাহার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ২০:১৮

বিভাগীয় কমিশনারসহ ৫ ডিসিকে মন্ত্রণালয়ে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং ফেনী, লক্ষীপুর, রাঙামাটি, বান্দরবান ও পাবনার ডিসিকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ও দপ্তরে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে পদায়ন করা হয়েছে।

এছাড়া ফেনীর ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, লক্ষীপুরের ডিসি আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মো. মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, বান্দরবানের ডিসি ইয়াছমীন পারভীন তিরবীজিকে বিদ্যুৎ বিভাগের উপসচিব এবং পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫