
মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান। তিনি বর্তমানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান বিসিএস ১১তম ব্যাচের। তিনি ১৯৯৩ সালের এপ্রিল মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।
শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক।