
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল
বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের পাঁচটি দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। দেশগুলো হলো- মিসর, ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া ও ভিয়েতনাম। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে মিসরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সামিনা নাজ। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে ইতালিতে বদলি করা হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন।
ইতালির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে মালয়েশিয়ার দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ারের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়াও ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলে নিয়োগ পেয়েছেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল মো. লুতফর রহমান।
সেই সঙ্গে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিকদার বদিরুজ্জামান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অণুবিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত।