Logo
×

Follow Us

বাংলাদেশ

পুলিশের সার্জেন্ট পদে ৭২৬ জন নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ২৩:৫৯

পুলিশের সার্জেন্ট পদে ৭২৬ জন নিয়োগ

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেয়েছেন ৭২৬ জন। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে তাদের নিয়োগ দেওয়া হয়।

আজ রবিবার (৯ জুলাই) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনায় ৭২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতনসহ সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদানের শর্তে অস্থায়ীভাবে এ সার্জেন্টদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫