Logo
×

Follow Us

বাংলাদেশ

ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০০:৪৮

ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি

ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশা। ছবি: সংগৃহীত

রাজধানীসহ প্রায় সব জেলায় ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় দেশে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। গতকাল রবিবার (৯ জুলাই) সংগঠনের আহ্বায়ক ফয়জুল হাকিমের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

স্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু ও সামিউল আলম বিবৃতিতে এ দাবি জানান।

এতে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগের বিপজ্জনক বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডেঙ্গুর বিস্তার রোধে ওয়ার্ড পর্যায়ে এডিস মশা প্রজননবিরোধী প্রচার অভিযান চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫