Logo
×

Follow Us

বাংলাদেশ

বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে যা বলছে ডিএমপি

Icon

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১২:১৪

বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে যা বলছে ডিএমপি

ডিএমপির লোগো। ছবি: সংগৃহীত

আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি বরাবর আবেদনও করেছে তারা। তবে দলটি সমাবেশের অনুমতি পাবে কিনা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটি পেয়েছি। সেটি আমরা পর্যালোচনা করব। পর্যালোচনার পরই বলা যাবে অনুমতি দেওয়া যাবে কিনা।

তিনি আরও বলেন, সেসব পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫