Logo
×

Follow Us

বাংলাদেশ

বাচ্চা কোলে নিয়ে চুরি করার সময় নারী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০২:২৪

বাচ্চা কোলে নিয়ে চুরি করার সময় নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর হোপ মার্কেট থেকে বাচ্চা কোলে নিয়ে চুরি করার সময় ইতি বেগম (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণশাধ্যমকে বলেন, ইতি বেগম নামে ওই নারী বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ান। এরপর সুযোগ বুঝে মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন। ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায় দোকানে গিয়েও চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান আবার ধরা পড়ে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন। পরে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় হোপ মার্কেটে একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করে উপস্থিত মানুষ। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ইতি সাভার থানার আশুলিয়ার চরবাগ এলাকার মৃত শহীদ হোসেনের মেয়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫