Logo
×

Follow Us

বাংলাদেশ

সিরাজগঞ্জে পণ্যবাহী বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১১:১২

সিরাজগঞ্জে পণ্যবাহী বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এ ঘটনায় ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম।

তিনি বলেন, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে যাওয়ার পথে পণ্যবাহী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এর দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগি দু’টি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫