Logo
×

Follow Us

বাংলাদেশ

যাত্রীবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১২:৫৪

যাত্রীবাহী নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে  সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া সরকার ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত আগেই শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫