Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশকে মাদকমুক্ত রাখতে স্কাউটসদের ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১৭:২৮

দেশকে মাদকমুক্ত রাখতে স্কাউটসদের ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তিসহ সকল আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তুলতে স্কাউটস নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে আজ রবিবার (১৬ জুলাই) বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে স্কাউটসদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটসদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ও স্কাউটস ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ চিফ স্কাউটকে স্কার্ফ পরিয়ে দেন।

স্কাউট কার্যক্রমে নীতি-নৈতিকতার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ছেলে-মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরি করতেও স্কাউটিং কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটিং এর গোড়াপত্তন করেন যা আজ সারাদেশে বিস্তৃত।

দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি বলেন, স্কাউটিং এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্বের বিকাশের যাত্রা শুরু হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় বিভিন্ন সংকটকালে স্কাউটসদের ভূমিকার প্রশংসা করে তিনি।

স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোন প্রয়োজনে নিজেদেরকে কাজে লাগাতে পারে সেজন্য স্কাউটস নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নেয়ার ও তাগিদ দেন রাষ্ট্রপতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫