Logo
×

Follow Us

বাংলাদেশ

ডেঙ্গুর লার্ভা পেলেই গ্যাস-পানি বন্ধের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ২০:৫৭

ডেঙ্গুর লার্ভা পেলেই গ্যাস-পানি বন্ধের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

বারবার সতর্ক করার পরও কোনো বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে গ্যাস-পানির লাইন কেটে দেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী কথা বলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। নির্মাণাধীন কোনো ভবনে লার্ভার জন্য জরিমানার পরও পরিষ্কার পরিচ্ছন্ন না করালে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নির্ধারণ করে মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। তাদের জরিপে, দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকা পড়েছে সে তালিকায়। সেখানে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর ও সবুজবাগ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে- উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫