ঢাকার প্রবেশপথ বন্ধ করলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ২৩:০২

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ ঢাকার প্রবেশপথে যান চলাচল বন্ধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৮ জুলাই) রাতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, বিকেলে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। তবে এর জন্য পুলিশের কাছে এখনো কোনো অনুমতি চায়নি দলটি।
খন্দকার গোলাম ফারুক বলেন, আগামীকাল (শনিবার) কোনো কর্মসূচির বিষয়ে বিএনপি আমাদের জানায়নি বা অনুমতি নেয়নি।
পুলিশ কোনো কর্মসূচি পালন করতে দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকার প্রবেশপথে যান চলাচল বন্ধ করার অনুমতি জনগণ দেবে না।
ডিএমপি কমিশনার বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। তাই জনগণ অনুমতি না দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের কর্মসূচি ঘোষণা করেন।