Logo
×

Follow Us

বাংলাদেশ

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১১ মামলায় আসামি ৫ শতাধিক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১৫:১৮

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১১ মামলায় আসামি ৫ শতাধিক

ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে ঘিরে গতকাল শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ মুখে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় ১১টি মামলা হয়েছে। 

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি। 

জানা যায়, মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে ৫৬৯ জনকে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অগ্নি সংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।    

এগারটি মামলার মধ্যে- উত্তরা পশ্চিম থানায় ২টি, উত্তরা পূর্বে ৩টি, এয়ারপোর্ট থানায় ১টি, সূত্রাপুরে ১টি, বংশালে ১টি, কদমতলীতে ১টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫